নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। পরে ২৮ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব উদ্ধার হওয়া গুলি সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনী আরো জানায়, সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবায় বেশ কিছু গুলি (এম্যুনেশন) রয়েছে। এসময় সংবাদের ভিত্তিত্বে ২৮ ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উক্ত স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ৫৮২ রাউন্ড গুলি (এম্যুনেশন) উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট হয়।
বিডি প্রতিদিন/নাজমুল