টেকসই বেড়িবাঁধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবাররা। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ব্রিজ সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে কৃষকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো. সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায় জোয়ারের সময় প্লাবিত হয় প্রায় ২৫০ পরিবার এবং কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। তাই এ মানববন্ধনে টেকসই বেড়িবাঁধের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ