কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু ঘটেছে ও আহত হয়েছেন আরও এক কৃষক। সোমবার বিকেলে প্রচন্ড গরমের পর মেঘের আনাগোনায় একটু বৃষ্টির দেখা মিললে এ বজ্রাঘাতের ঘটনা ঘটে। জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,সোমবার বিকেলে গরু নিয়ে কদমতলা চরের মাঠে গিয়ে আয়নুল ও আসাদ বসে গল্প করছিলেন।এসময় আকষ্মিকভাবে আকাশে মেঘের আগমনে বৃষ্টির আভাস মিলে।এতে কিছুক্ষণের মধ্যে আকস্মিক বজ্রাঘাতে আয়নুল ও আসাদ গুরুতর আহত হন এবং তাদের থেকে একটু দূরে থাকা আব্দুল করিম নামে অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত আয়নুল ও আসাদকে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেয়ার পথে আসাদ মারা যান। পরে আয়নুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে আহত আব্দুল করিম পরে সুস্থ হন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম