ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, রানা তার নিজ বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামতের সময় তারে জড়িয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানা মিয়া তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারুই পাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ও ফুলপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
সোমবার বিকাল সোয়া ৫টার দিকে তার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তারাকান্দা থানার নতুন ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমআই