টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে ফাহাদ সিকদার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাট পারে গোসলে নেমে সে নিখোঁজ হয়। ফাহাদ সিকদার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন সিকদারের ছেলে। সে মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেকেন্দার মিয়া জানান, দুপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পানিতে নেমে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে স্রোতে ভেসে গভীর পানির নিচে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে বিকেলে চারটার দিকে স্কুল ছাত্রের মৃত দেহ উদ্ধার করে। এদিকে গোসল করতে নেমে স্কুল ছাত্র ফাহাদের মৃত্যু খবর জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বেলাল হোসেনে, ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিকেলে চারটার দিকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম