প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাগুরা পিটিআই স্কুলের সামনে আজ সকালে শিক্ষকরা মানববন্ধন করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলার সকল প্রাইমারী শিক্ষকরা তাদের দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে এ মানববন্ধন করেন।
শিক্ষকরা জানান, সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য বিভাগে কর্মরতদের অনেক আগেই ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে বৈষম্য হয়েছে। ২০১৪ সালে আমাদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার ১০ম গ্রেড বাস্তাবায়নে আশ্বাস দিলেও আজ অবধি বাস্তবায়ন হয়নি। অথচ অন্যদের ক্ষেত্রে অনেক আগেই বাস্তবায়ন হয়েছে। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরছি। তিনি আমাদের দাবির প্রতি সম্মান রেখে তা বাস্তবায়ন করবেন বলেন আমাদের বিশ্বাস।
বিডি প্রতিদিন/হিমেল