ভারতে পাচারকালে বেনাপোল বাজার থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ কদম আলী নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। তার বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।
যশোর বিজিবি'র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারে এক মোটর সাইকেল চালককে জিজ্ঞাসাবাদে সে তার প্যান্টের পকেটে লুকানো স্বর্ণের বারগুলো বের করে দেয়। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা। আটক কদম আলীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং স্বর্ণের বার যশোর ট্রেজারীতে জমা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ