শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকার শিমুলতলা নামক স্থানে বালুর নিচে চাপা অবস্থায় এক অজ্ঞাত (৩৫) নারীর লাশ পাওয়া গেছে। বুধবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাজিরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি এক নারীর। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি প্রায় ৮/১০ দিন আগের। ঘটনাস্থলে প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ওসি (তদন্ত) সুজন হক বলেন, ঘটনার কারণ এবং লাশটি কতদিন ধরে এখানে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই