রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, আবাসিক হলে কোনো গণরুম রাখা হবে না। আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য যা যা করণীয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে। এজন্য শিক্ষার্থীদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আবাসিক হলসমূহ পরিদর্শন শেষে বুধবার দুপুরে শিক্ষার্থীদের তিনি এসব কথা বলেন।
হল পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোঃ আমির শরীফ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোছা: সিফাত রুমানাসহ সহকারী প্রভোস্টবৃন্দ।
পরিদর্শনকালে উপাচার্য আবাসিক হলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য বলেন, আবাসিক হলের জন্য যা যা দরকার তা চিহ্নিত করা হয়েছে। হলের মধ্যেই শিক্ষার্থীদের জন্য রিডিং রুম, পত্রিকা রুম, টিভি রুম, ফটোস্ট্যাট মেশিন, লন্ড্রি, সেলুন, খাবার দোকানসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/এএ