দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সন্ধ্যার আগে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেনের বাড়ি বগুড়ার কাহালু থানার জোবার পাড়া গ্রামে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক ও বিপরীত দিক থেকে থেকে ছেড়ে আসা অপর একটি খালি ট্রাক ফুলবাড়ীতে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় এবং ধানের তুষবোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই ট্রাকের চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ