কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদ ও শহিদ মুগ্ধ স্মরণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ। এ সময় সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুলসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক হাসান সরকার চাঁদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ