মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে বুধবার নিখোঁজ হন মেয়ে রাফসা ও বাবা মহিদুর রহমান। আজ বৃহস্প্রতিবার সকাল দশটার দিকে ঘটনাস্থলের ভাটি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার মহিদুর রহমান তার ৯ বছরের শিশু কন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে নিয়ে যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছুসময় পর বোতলের মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুর রহমানও নিখোঁজ হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানউল্লাহ জানান, বৃহস্প্রতিবার সকাল দশটান দিকে নদী থেকে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল