দিনাজপুরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
রবিবার (৬ অক্টোবর) শহরের নিমতলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালনে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর পাশাপাশি অংশ নেন আহত শিক্ষার্থী তানভীরের সহপাঠিসহ এলাকার নারী পুরুষরা।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হামলার ঘটনায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন, তার স্কুল পড়ুয়া ছেলে তানভীর এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলালসহ আরো কয়েকজন আহত হন। এদের মধ্যে আহত ৬ জনকে দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই হামলার ঘটনায় বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেছে হামলার শিকার ওই পরিবার।
বিডি প্রতিদিন/মুসা