কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজের চার ঘণ্টা পর মো. আসমাইন (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র সৈকত পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুল ছাত্র মোহাম্মদ আসমাইন (১৩) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার করিমুল হকের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ছয় বন্ধু মিলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়।
এসময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামলে দুইজনকে উদ্ধার করা গেলেও অন্যজন স্রোতের টানে ভেসে যায়। পরে সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম