আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় যুগল কিশোর মন্দিরের সভাপতি সুনীল কুমার প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও সমাজ পরিবর্তনের রাজনীতি করে। জামায়াতে ইসলামীর সাথে আজ দেশপ্রেমিক জনগণ সম্পৃক্ত।
উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি প্রভাত চন্দ্র সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে আমীর অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য রেজাউল করিম, উপজেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মু. ইকবাল হোসেন, মাওলানা আব্দুল মাজেদ, সেক্রেটারী মাওলানা মু. তোফাজ্জল হোসেন, মাওলানা মোঃ এনামুল হক চন্দনী, পৌর আমির অধ্যাপক মাওলানা মোঃ রেজাউল করিম, উপজেলা জামায়াতে প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, পূজা উদযাপন পরিষদ কমিটির সহ-সভাপতি দিলীপ কুমার সাহা, চঞ্চল কুমার সাহা, সাধারণ সম্পাদক মুকুল সূত্রধর, নিরাঞ্জন কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক নয়ন কুমার রায়, শিপলু কুমার প্রামানিক, সহদেব রবিদাস প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ