হবিগঞ্জে ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন, হবিগঞ্জের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলার ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এর নেতৃত্বে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, কোন দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয়নি। আমরা প্রায় ৬৫ শতাংশ চেয়ারম্যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছি। তাই স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে ভেঙ্গে দিলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে।
এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ওয়ারিশ সনদ, জাতীয়তার সনদ, ট্রেড লাইসেন্স ও বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, গ্রাম আদালত পরিচালনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, বিভিন্ন সরকারি অনুদান সুষ্ঠু ভাবে বন্টন, বাল্য বিবাহ ও মাদক নিয়ন্ত্রন, হাট-বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে চরম অব্যবস্থাপনা দেখা দিতে পারে। তাই আমাদের অপসারণ না করার দাবি জানাই।
বিডি প্রতিদিন/হিমেল