হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ শারমিন আক্তার (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল ষ্টেশন বাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত নারী শারমিন আক্তার ঝালকাটি জেলার কাঠালিয়া থানার পশ্চিম আউড়া মুন্সিবাড়ির মৃত শাহ জালাল মুন্সির মেয়ে।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত নারী শারমিন আক্তার একজন চিহ্নিত মাদক কারবারি। সে ওই এলাকায় দিয়ে গাঁজা পাচার করছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ৫টি পোটলায় মোড়ানো ৫০ কেজি গাঁজা তার কাছ থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শারমিন গাঁজাগুলো ষ্টেশন বাজার এলাকায় রেখে পাচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ