কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোম্ব ও দুইটি গ্রেনেডসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে মো. শফিউল আলম (৫৫)।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নামক এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে চোরাকারবারিরা আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি একটি বাড়িতে লুকায়িত রেখেছে বলে খবর পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই বাড়িতে তল্লাশি করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়িটিতে থাকা সন্দেহভাজন একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে আটক করা হয়।
পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় বালুর বস্তার নিচে লুকায়িত অবস্থায় দুইটি ব্যাগের ভেতর থেকে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোমা, দুইটি গ্রেনেড এবং একটি কম্পাস জব্দ করা হয়।
এই বিজিবি কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে অবৈধভাবে গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোমা ও কম্পাস চোরাচালানের অপরাধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ