বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
রবিবার বিকাল ৪টায় শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তেলবাহী লড়ি, যাত্রীবাহী বাস, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ৯টি মামলা ও ২৮৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাহায্য করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম। এসময় শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মুস্তাফিজুর রহমান, উপ-পরিদর্শক নুর হোসেন, সার্জেন্ট (শিক্ষানবিশ) সাইফুল ইসলামসহ অন্যান্য ফোর্স উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত