জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (২০ অক্টোবর) বিকেলে শহরের পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
জানা গেছে, রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশন হয়। এরপর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায় বলেন, শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ঘটনায় অপারেশন থিয়েটারে ত্রুটি থাকায় সিলগালা করা হয়। মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত রির্পোট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্সবিহীন, অবৈধ ক্লিনিকগুলোতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. সাবা আল গালিব, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জোবায়ের মো. আল ফয়সাল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল