মেহেরপুর সরকারি কলেজের আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আুুমানিক বয়স ৩৫ বছর। রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল তার লাশ উদ্ধার করে।
মেহেরপুর মদন থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, বিকালের দিকে মেহেরপুর সরকারি কলেজের পুরাতর ভবনের পাশের আমবাগা থেকে দুর্গন্ধ পায় কলেজের কর্মচারীরা। এসময় বাগানের পিছনের দিকে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে নিয়েছে। তিনি আরো জানান, মেহেরপুর সরকারি কলেজের পিছনের আম বাগানের মাঝখানের একটি আম গাছের নিচে অর্ধবসা উলঙ্গ অবস্থায় গাছের একটি ডালের সাথে লাশটির গলায় ফাঁস লাগানো ছিলো। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা সম্ভব নয়। ময়না তদন্তের পরই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে।
বিডি প্রতিদিন/এএম