কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই দুই ব্যক্তি হলেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আদনান হায়দার (৪০)ও তার সহযোগী মো দুলাল (৩৮)।
র্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদে জেলার সদর দক্ষিণ উপজেলার বড় পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেফতার দুইজনকে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/কেএ