ফরিদপুরের সালথায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গট্রি ইউনিয়নের মেম্বারগট্রি, আড়ুয়াকান্দিসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন পাটপাশা বালিয়া গ্রামের মৃত মমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪৫), আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার (৬০), মেম্বারগট্টি গ্রামের মৃত রহমান মাতুব্বরের ছেলে ও সাবেক ইউপি মেম্বার রফিক মাতুব্বর (৫০), দোহারগট্টি এলাকার আওয়াল মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর (৩৫), ছোট বালিয়া গ্রামের মালেক শেখের ছেলে ফিরোজ শেখ (৩৫)।
ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল বলেন, পুলিশ ও সেনাবাহিনী রবিবার দিবাগত রাত ৩ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ ছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ