বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার বেলা ১১টার দিকে কামলা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে রামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ খান ওরফে কাপ্তান ওয়াদুদকে গ্রেফতারের দাবিতে কামলা, ছোট কুমারখালী, জিলবুনিয়া, রামচন্দ্রপুর ও গড়ঘাটা গ্রামের দুই শতাধিক পরিবারের সদস্য অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন- বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা, শাহাদাত হোসেন ও ফরিদা বেগম।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কাপ্তান ওয়াদুদ এলাকায় চাঁদাবাজি, মারপিট, দখল, কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাৎ, মাদক ব্যবসা ও জুয়ার আসর বসিয়ে আয়-রোজাগার করতেন। এখনও ওই নেতা ও তার ছেলে আগের মতোই কামলা গ্রামে জুয়া ও মাদকের আসর বসিয়ে পরিবেশ নষ্ট করছেন।
আওয়ামী লীগ নেতা ওয়াদুদ খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে তিনি ও তার পরিবার এলাকায় কোঠাসা অবস্থায় আছেন। একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বিডি প্রতিদিন/একেএ