ময়মনসিংহের তারাকান্দায় সাজ্জাদ তালুকদার (৬) নামে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে পথচারীরা পুকুরে সাজ্জাদের লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। সাজ্জাদ উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি তালুকদার বাড়ির আবুল বাশার সোহাগ তালুকদারের পুত্র।
সাজ্জাদের বাবা জানান, রবিবার বিকাল ৩টায় সাজ্জাদ নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়। এলাকায় মাইকিং করা হয়। সাজ্জাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। কিন্তু কোথাও তার সন্ধান মিলছিল না। অবশেষে আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই