বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে র্যালি, আলোচনা সভা ও হাতধোঁয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক হারুন অল রশিদ ও ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা তপন কুমার বিশ্বাস।
দিবসটি উপলক্ষে হাতধোয়া প্রদর্শনীতে বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল