চুয়াডাঙ্গায় মাসব্যাপী ‘এইচপিভি’ টিকাদান সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, চলতি বছর সরকারিভাবে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা প্রদান করা হবে। এতে জেলার ৫১ হাজার ৭৯২ কিশোরীকে টিকার আওয়াত আনা হচ্ছে। এজন্য সকল কিশোরীদের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওয়লিয়ার রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইমরান হাসিব, সিভিল সার্জন কার্যালয়ের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এএম