চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কয়লাদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এসময় উত্তেজিত জনতা আরও কয়েকটি ইটভাটা বন্ধের দাবি জানান। কিন্তু ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র থাকায় ফিরে আসার চেষ্টা করেন ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সে সময় তাদের ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবরুদ্ধ থাকেন অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামসহ অন্যরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে অবরুদ্ধদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ সকল কর্মকর্তাদের উদ্ধারে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় তিনটি ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটাগুলো।
বিডি প্রতিদিন/হিমেল