নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই রেজাউলকে না পেয়ে ছোট ভাই আমিনুর রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী এক যুবক। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত আমিনুর রহমান সিংড়া বাজারের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় একজন পাইপ মিস্ত্রি এবং পৌর যুবদলের সদস্য। আর প্রতিবেশী ওই যুবকের নাম অন্তর আলী। তিনি গাইনপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে।
জানা গেছে, তার ডান হাতের কব্জি থেকে কুনু পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আমিনুর রহমান বলেন, সকালে মাছ বাজারে তার বড় ভাই রেজাউলের সঙ্গে প্রতিবেশী যুবক অন্তর এর কথা কাটাকাটি হয়। পরে দুপুরে সিংড়া বাজারের বাসায় গিয়ে ভাইকে না পেয়ে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অন্তর।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।