মেহেরপুরে ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে শাহাজালাল ইসলামী ব্যাংক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শাহাজালাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক মো: আরজুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহাজালাল ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ভিপি কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন ও অ্যাড. মনিবুর হাসান পলাশ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অফিসার রবিউল আলম , ইয়াসমিন নাহার, নারী উদ্যোক্তা ফারজানা জেসমিন, খাদিজা, কাজল খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক