পঞ্চগড়ে ২০১৫ সালে পায়েল হত্যাকাণ্ডে ৩ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. এস এম রেজাউল বারী এই রায় দেন। আসামীরা হলেন পঞ্চগড়ের নুরুজ্জামান (২৯), ফরহাদ হোসেন (২১), হাসানুল ইসলাম (২৩)।
তবে নুরুজ্জামান ও হাসানুল ইসলাম জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় গত ২০১৫ সালের ১৮ জুন আসাদুজ্জামান পাভেল দেবীগঞ্জ উপজেলার দেউনিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
পরে গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তাঁর মোবাইলে কল করেও খুঁজে পাওয়া যায়নি পায়েলকে। জানা যায়, আসামীরা পায়েলকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেন। পরে লাশের খবর পেয়ে বলরামপুর গ্রামের একটি পুকুর থেকে পায়েলের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
পরে ওই বছরের ২২ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন পায়েলের বাবা সুলতান। বাদী পক্ষের আইনজীবী জানান আদালতে ন্যায় বিচার পেয়েছি। এদিকে মৃত্যুদণ্ডের খবর পেয়ে আদালতে কান্নায় ভেঙ্গে পড়েন আসামীদের স্বজন । উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান আসামীদের পরিবার।
বিডি প্রতিদিন/আশিক