রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে (১৯) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে উপজেলার খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়।
রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম।
র্যাব জানায়, গত ২৮ অক্টোবর গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে সিয়াম নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে। সিয়াম নিহত হওয়ার আগের দিন রাতে বাসা থেকে বের হয়ে গুঞ্জিপুর বাজারের উদ্দেশে রওনা দেন। কিন্তু সেই দিন আর বাড়িতে ফিরে আসেননি।
পরদিন সকালে তিস্তা ব্যারেজ সুইস গেটের পাশের ধান ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন সিয়ামের বাবা মো. আলতাফ হোসেন।
সেই দিন ঘটনাস্থল পরিদর্শন করে সিয়ামের মরদেহের পাশে আকাশি রঙের রক্তাক্ত গেঞ্জি পায় র্যাব-১৩। সেই গেঞ্জির প্রকৃত মালিককে খুঁজতে গিয়ে জানা যায় সেটি স্বাধীনের।
র্যাব আরো জানায়, উদ্ধার করা আলামত ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, স্বাধীন হত্যার সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে স্বাধীনকে গ্রেফতার করে।
গ্রেফতার স্বাধীন ওই ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মো. আনারুল মিয়ার ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ইই