যশোরে আমিনুল ইসলাম সজল নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে।
স্বজনরা জানান, সজল গাজীর বাজারে স্যানিটারি সামগ্রির ব্যবসা করেন। পাশাপাশি তিনি বাজার কমিটি ও শান্তি কমিটির সভাপতি ছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি দোকান থেকে এশার নামাজ পড়তে বের হন। পথে খোলাডাঙ্গা সার গোডাউনের পিছনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কে বা কারা কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/মুসা