বিএনপি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সালাহ্ উদ্দিন সরকার বলেছেন, মানুষ শান্তিতে ঘুমাবে, নিরাপদ জীবন যাপন করবে—এটাই হবে আগামীর বাংলাদেশ। সাধারণ মানুষ এটাই চায়। যেখানে মানুষ খুন আর গুমের আতঙ্কে ঘরে ঘুমাতে পারবে না, সেই দেশ আমরা চাই না।
শনিবার সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোড এলাকায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নিরাপরাধ মানুষকে আয়না ঘরে বন্দী করে দিনের পর দিন নির্যাতন করবে—সেই অবস্থার পরিবর্তন সবাই চায়।
তিনি আরও বলেন, জুলুমবাজ আওয়ামী লীগ সরকার মানুষের প্রতি অন্যায় করতে করতে এমন জায়গায় এসেছে, সাধারণ মানুষ আর তাদের মেনে নিতে পারছে না। যে কারণে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে সাংবাদিকরা মন খুলে লিখতে পারতেন না। তাদের কণ্ঠরোধ করা হয়েছে। সত্য কথা লিখলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন স্বাধীন। সত্যটা তুলে ধরার সময় এসেছে। তবে কোনো সাংবাদিক যেন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ না লেখে সেই আহ্বানও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল