কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিসহ ৭৩৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পৃথক এই মামলায় এজাহানামীয় আসামি করা হয়েছে যথাক্রমে ১৫৬ ও ১৮০ জনকে। এসব আসামি আওয়ামী লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্বশীল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সাবেক এমপি জাফর আলমসহ ১৮০ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলাটি রুজু করেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়াড বিএনপি নেতা নাজেম উদ্দিন বাদী। এছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমদ সিআইপিসহ ১৫৬ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে মামলাটি রুজু করেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
মামলা দুটি রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, রবিবার থানায় দায়ের করা পৃথক দুই মামলার এজাহারনামীয় সকল আসামিকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল