ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী। তারা এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া (৫৫), পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা, জেলা ভ্যান রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৮), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত মিয়া (২৭) ও শহরের উত্তর শেরপুরের বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া (৩৫)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা সদর থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই