সকাল-দুপুর অথবা সন্ধ্যা, যানজট যেন সারাদিনের নিত্যসঙ্গী ফেনী শহরবাসীর। প্রতিদিনের অসহনীয় যানজটে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। ট্রাফিক পুলিশ দিশেহারা সড়কে শৃঙ্খল ফেরাতে।
সবচেয়ে বেশি যানজটের কবলে বেশি পড়তে হয় শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও রেল এলাকার চলাচলকারীদের। এসব এলাকায় দিনের অধিকাংশ সময় থাকে যানজট।
ট্রাংক রোড খেঁজুর চত্বরের চারপাশের রাস্তাগুলোতে উল্লেখিত সময়ে থেমে থাকা রিকশা ও গাড়ির সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। সেই সঙ্গে রাস্তার অর্ধেক দখল করে থাকে সিএনজি চালিত অটোরিকশা। এ কারণে জেলা শহর ফেনীতে এমন যানজট এখন নিত্যদিনের চিত্র।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, যত্রতত্র অটোরিকশা স্ট্যান্ড, অবৈধ গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও নাগরিক সচেতনতার অভাবে শহরে দিনদিন যানজট অসহনীয় হয়ে উঠছে।
এ ব্যাপারে ফেনী জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন এস এম শওকত হোসেন বলেন, প্রধান সড়কে চলাচলের নিয়ম না থাকলেও তা অমান্য করে এখন ব্যাটারিচালিত রিকশাগুলো শহর দখল করেছে।
তিনি বলেন, ট্রাফিক পুলিশের পক্ষে একা যানজট নিরসন করা সম্ভব না। এ জন্য সব শ্রেণিপেশার মানুষকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই