ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালক এবং এক যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৈশ কোচের আরও ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের চাকাই যদুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বীরগঞ্জ ঠাকুরগাঁ ও দিনাজপুর জেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্য এবং বীরগঞ্জ থানার পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ নেয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, যাত্রীবাহী নৈশ্য কোচের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) এবং একই জেলার আহম্মেদ নগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলাম ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও রাণীসংকৈলগামী যাত্রীবাহী নৈশ্য কোচ বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যানবাহন দুটি রাস্তার উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন যাত্রী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন