বরিশালের বাবুগঞ্জে খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজগুরু নতুন চরের খাল থেকে লাশ উদ্ধার করা হয় বলে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন।
বৃদ্ধ ইউসুফ হাওলাদার (৬০) গৌরনদী উপজেলার কুড়িরচর গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
পরিবারের বরাতে ওসি আমিনুল বলেন, গত ১০/১২ বছর পূর্বে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বুধবার মুলাদী উপজেলায় বিয়ে দেয়া কন্যার বাড়িতে গিয়েছিলেন। পরে সেখান থেকে ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বৃদ্ধকে খালের মধ্যে উপুর হয়ে পড়া অবস্থায় দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে বৃদ্ধের স্ত্রী, কন্যা ও জামাতা এসে লাশ শনাক্ত করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ