বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা নির্ধারণ এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আমাদের একাধিকবার যোগাযোগ হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি নেই। তাই আমাদের দাবি আদায়ে এই কর্মবিরতি পালন করছি।
দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ