ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় পাট অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন জেলা পাট কর্মকর্তা কেএম আব্দুল লতিফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, পাট আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। পরিবেশবান্ধব এই পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা জরুরি। পাট চাষ ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, পাটশিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতনতা জরুরি। স্থানীয়ভাবে উৎপাদিত পাট পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, পাট পণ্যের প্রচার-প্রচারণায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এই খাতে ইতিবাচক প্রচার চালাতে আগ্রহী।
বিডি প্রতিদিন/জামশেদ