এক সপ্তাহের মাথায় আবারও ভোলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। গতকাল রবিবার বিকালে বাস শ্রমিক এবং সিএসজি চালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যা থেকে সব রুটে যাত্রীবাহী বাস এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে উত্তেজিত বাস শ্রমিকরা ভোলার মোস্তফা কামাল বাসস্টান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা যায়, রবিবার বিকালে ভোলা-চরফ্যাসন সড়কের বাংলা বাজার এলাকায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্পটে মারামারি হয়। এ ঘটনায় একটি সিএনজি জ্বালিয়ে দেওয়া হয় এবং তিনটি বাস ও তিনটি সিএনজি ভাংচুর করা হয়।
বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, সিএনজি চালকরা পরিকল্পিতভাবে ৫টি স্পটে হামলা চালিয়ে ১৫ জন বাস শ্রমিককে আহত করেছে এবং ৩ টি বাস ভাংচুর করেছে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
অপর দিকে সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি জাকির হোসেন জানান, বাস শ্রমিকরা ৩টি সিএনজি ভাংচুর এবং একটিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু তারা কোনো বাস ভাংচুর করেনি।
রবিবার বিকাল থেকে ভোলার মোস্তফা কামাল বাসস্টান্ড এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গত সপ্তাহে বাস শ্রমিক এবং সিএনজি চালাকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টানা দুই দিন ভোলার সকল রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ ছিল। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে দুই গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল