কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিউট্রিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে উপজেলার ২৫০ জন কৃষক এবং কৃষাণী অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (ইফাদ) এবং বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস) প্রকল্পের কারিগরি সহযোগী গ্লোবাল এলাইন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে অর্থায়ন করেছে গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম (জিএএফএসপি)।
সর্বোত্তম স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সকল উপাদানসহ একটি সুষম খাদ্য তালিকার গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা, দৈনন্দিন খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা এবং পুষ্টিবিষয়ক তথ্য ভাগ করে নিয়ে কৃষকদের খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করাই এই নিউট্রিশন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রেইনস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, উপ-প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, সিনিয়র মনিটরিং অফিসার হাবিবুর রহমান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, জিএআইএন-এর পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ, জিএএফএসপি/ইফাদের মিশন টিম, বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সহযোগী সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।
ক্যাম্পেইনে পুষ্টি বার্তা সম্বলিত মঞ্চ নাটক উপস্থাপন, পুষ্টিবিষয়ক গান পরিবেশন, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পদ্ধতিতে রান্নার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে কৃষক-কৃষাণীদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত