বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জেলা জজ কোর্টের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা জজ আদালতের মূল ফটকে দুই দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়।
এ সময় তাদের সঙ্গে বার কাউন্সিলের বেশ কয়েকজন আইনজীবী একাত্মতা পোষণ করেন। এ সময় দাবিগুলো উত্থাপন করে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি সেরেস্তদার মো. এনামুল হক, সাধারণ সম্পাদক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেসারভার জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা জজ আদালতের সেরেস্তাদার মোফাজ্জল হোসেন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ