বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী হওয়া শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতার প্রার্থীতা বাতিল করা হয়েছে। পলাতক থেকে নির্বাচনে জাল স্বাক্ষরের মাধ্যমে অংশগ্রহণ করছে-এমন অভিযোগ উঠলে নির্বাচন পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।
যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা হলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, সহ-সভাপতি প্রার্থী ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইব্রাহীম শেখ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আবদুল গফুর প্রামাণিক, প্রচার সম্পাদক প্রার্থী ও বগুড়া শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কার্যকরী সভাপতি প্রার্থী ও শ্রমিক লীগের নেতা আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক প্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম।
এর মধ্যে গত ৩ মে বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জাল স্বাক্ষরের অভিযোগ সংক্রান্ত শুনানিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আবদুল বাছেদ জানান, যাচাই-বাছাই শেষে ৬ জনকে বাদ দিয়ে গতকাল রবিবার (৪ মে) নির্বাচনে ১১৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে মনোনয়ন দাখিল করার লিখিত অভিযোগ পাওয়া যায়। সে হিসেবে শুনানির জন্য ৩ মে বিকেলে স্বশরীরে নির্বাচন পরিচালনা কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছিল। শুনানিতে বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত না হওয়ায় বিধি মোতাবেক তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ক্রীড়া সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন শুনানিতে হাজির হলেও তারা তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করতে ব্যর্থ হয়েছেন।
তিনি জানান, ২৩ মে বগুড়া জিলা স্কুলে মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪৭২।
এর আগে, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যেন অবৈধ উপায়ে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটিতে লিখিত আপত্তি দাখিল করেন গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শ্রমিক উইং। গত ২ মে শুক্রবার বিকেলে এনসিপির নেতারা মিছিল নিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন এবং মনোনয়ন বাতিলের দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ