চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, ওয়াকিটকি, ধারালো অস্ত্র ও ইয়াবাসহ ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার খাসকররা বাজারের অদূরে রাস্তার উপর থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, কুষ্টিয়া ইবি থানার কন্দরপুদিয়া গ্রামের রুবেল রানা (২৯), একই থানার মধুপুর উত্তরপাড়ার মনিরুল ইসলাম (৪০) ও মারুফ শেখ (২০) এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার আহাদনগর গ্রামের আজিজুর মন্ডল (৩৬), জোড়পুকুরিয়া গ্রামের শিলন মোল্লা (২১) ও কাদিখালী রামচন্দ্রপুর গ্রামের সবুজ আলী মিঠু (৩০)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সোমবার ভোররাতে লক্ষীপুর বাজার থেকে খাসকররা বাজারে যাওয়ার পথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় পুলিশের নিয়মিত টহল চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদলের মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটকের সময় ডাকাতদলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দু’টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, পাঁচটি তালা খোলার মাস্টার চাবি, একটি নীল রংয়ের পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল সেট, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়টি মোবাইল ফোন ও একটি সাদা রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম