চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রি-ম্যাচিউর শিশু ও মায়েদের যত্নে এক প্রবাসী তার নিজ মায়ের নামে ৮ শয্যার জাহানারা নবজাতক ওয়ার্ড করে দিয়েছেন।
সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে একটি কক্ষকে আধুনিকমানের সুসজ্জিত করে এর উদ্বোধন করা হয়। যেখানে প্রি-ম্যাচিউর বা অপুষ্টিগত শিশু ও তার মায়ের সুস্থ না হওয়া পর্যন্ত বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ.কে.এম. মাহবুবুর রহমান বলেন, এই হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে তার দ্বিগুন-তিনগুন রোগী সবসময় ভর্তি থাকে। তন্মধ্যে শিশু ওয়ার্ডে ৪৪ জনের স্থলে আজকে ভর্তি রয়েছে ৭৮ জন। এই হাসপাতালে ৮ শয্যার এনআইসিউতে প্রি-ম্যাচিউর ছয়জন শিশু ভর্তি রয়েছে। সবমিলিয়ে তিনজন ডাক্তার ১৫ জন নার্স ধারাবাহিকভাবে এসব বাচ্চার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা অপুষ্টিকর বা প্রি-ম্যাচিউর শিশুদের ভালোভাবে চিকিৎসাসেবা দেওয়ার জন্য পাশাপাশি একটি কক্ষকে একটু পরিচ্ছন্ন ও আধুনিকায়নের ব্যবস্থা করি।
তিনি বলেন, আর এই আধুনিকতায়ন করতে স্থানীয় একটি ফাউন্ডেশন এগিয়ে আসে। তারা আমাদের হাসপাতালের একটি কক্ষ নতুন করে সাজিয়ে নতুন বেডসহ অন্যান্য ব্যবস্থা করে দিয়েছে।
চাঁদপুর সদর হাসপাতাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান পূর্ব আলোচনায় সহকারী তত্ত্বাবধায়ক মো. আশরাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনির হোসেন, শিশু চিকিৎসক ডা. আছমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স মিতুন আহমেদ লাহা।
বিডি প্রতিদিন/কেএ