এক দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও বিক্ষোভ মিছিল করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে নেত্রকোনা জয়নগর হাসপাতাল থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার শিক্ষার্থীরাও এই কর্মসূচি পালন করেছে। তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে ফিরে যান।
আন্দোলনকারীরা জানায়, নার্সিং সেক্টরের সকলক্ষেত্রে চলমান বৈষম্য দূরীকরণের প্রতিরোধ গড়ে তুলতে তারা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় আগামী ৭ মে লং মার্চের ডাক দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম