ভোলার মনপুরা উপজেলায় আলোচিত ছাত্রদল নেতা রাশেদ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। দুপুরে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিহত রাশেদের বাড়ির আঙিনায় এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাশেদের বাবা আবুল কালাম, মা কহিনুর বেগম, বোন ইয়াসমিন বেগম ও ভাই আজাদ হোসেন।।
সংবাদ সম্মেলনে নিহতের ভাই আজাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামাল উদ্দিন পলাশের পরিকল্পনায় মামলার আসামিরা রাশেদকে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত হত্যার মূল পরিকল্পনাকারী জামাল উদ্দিন পলাশসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি জামাল উদ্দিন পলাশ টাকার বিনিময় ময়নাতদন্ত রির্পোট পাল্টে দিতে পারেন বলেও আশঙ্কা করছেন তারা।
আজাদ হোসেন আরও অভিযোগ করেন, হত্যার মামলা হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দিয়েছে আসামি পাক্ষ। এছাড়াও বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, মনপুরা ও ঢাকার গুলশান থেকে ওই মামলার প্রধান আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল