জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শহীদ পরিবারের মাঝে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা পরিষদের নির্বাহী আফসানা ইয়াসমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক সজীব সরকার ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ শহীদ পরিবার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলার ১৩টি শহীদ পরিবারের মধ্যে ১০টি পরিবারকে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১০ লক্ষ টাকা করে এক কোটি টাকার সঞ্চয়পত্র ও জেলা পরিষদের নিজস্ব ফান্ড থেকে জনপ্রতি ২ লক্ষ টাকা করে ১৩ পরিবারের মাঝে ২৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম স্বজনদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বজনদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট পতন হয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আপনাদের স্বজনদের ফেরত দিতে পারব না তবে সরকার ও জেলা প্রশাসন সুখে-দু:খে সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে-এটা প্রতিজ্ঞা করছি।
বিডি প্রতিদিন/হিমেল